মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সুফল মিলছে গ্রাম আদালতের উঠান বৈঠকে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) ’র কর্মতৎপরতায় পঞ্চগড়ের আটোয়ারীতে সুফল পাচ্ছে এলাকার মানুষ। ছোটখাট বিরোধ নিরসনে সুফল মিলছে গ্রাম আদালতের উঠান বৈঠকের মাধ্যমে। সেই সাথে দিন দিন গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে মানুষের। ফৌজদারী ও দেওয়ানী মামলা নিস্পত্তি হওয়ায় গ্রাম আদালতের প্রার্থীর সংখ্যা বাড়ছে।

 

উপজেলার ৬ ইউনিয়নে সফলভাবে গ্রাম আদালত পরিচালনায় সুফল পাচ্ছে সাধারণ মানুষ। এতে জেলা আদালতের মামলার সংখ্যা কমতে শুরু করেছে।একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, গ্রাম আদালতের মাধ্যমে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩৬৫ টি মামলার মধ্যে ৩৬৫ টি মামলা , তোড়িয়া ইউনিয়নের ৩৫৮ টি মামলার মধ্যে ৩৫৮ টি , আলোয়াখোয়া ইউনিয়নের ৩৭৪ টি মামলার মধ্যে ৩৭৩ টি, রাধানগর ইউনিয়নের ৩৬২ টি মামলার মধ্যে ৩৫৯ টি, বলরামপুর ইউনিয়নের ৩৭০ টি মামলার মধ্যে ৩৭০ টি এবং ধামোর ইউনিয়নের ৪১৫টি মামলার মধ্যে ৪০৯ টি মামলা সুষ্ঠুভাবে নিস্পত্তি হয়েছে।

 

গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রাজিউর রহমান রাজু বলেন, অল্প খরচে স্বল্প সময়ে ভোগান্তি ছাড়া গ্রাম আদালতের বিচার পদ্ধতি সাধারণ মানুষের মাঝে আস্থা সৃষ্টি করেছে। গ্রাম আদালতে উকিল মোক্তারের পরিবর্তে জনপ্রতিনিধির উপর ভরসা রাখছে মানুষ। তাই প্রান্তিক মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছে গ্রাম আদালত। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালতের গ্রাম গঞ্জে উঠান বৈঠক নিয়মিত হওয়ায় সহজেই নিস্পত্তি পাচ্ছে অনেক কঠিন বিরোধ ও মামলা।এই উঠান বৈঠকে এলাকার জনপ্রতিনিধিরা উৎসাহের সহিত সহযোগিতা করে আসছেন।

 

গ্রাম আদালতে মামলা নিস্পত্তি হওয়া কয়েকজন বাদী ও বিবাদী জানান, উঠান বৈঠকের মাধ্যমে জানতে পারি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে প্রায় বিনা খরচে সঠিকভাবে বিচার নিস্পত্তি হচ্ছে। জমি সংক্রান্ত, আর্থিক লেনদেন সমস্যা, মারামারি, পারিবারিক সমস্যা সহ বিভিন্ন বিবাদ গ্রাম আদালতে নিস্পত্তি হচ্ছে। এতে বাদী-বিবাদী আর্থিক অপচয় সহ হয়রানী থেকে রক্ষা পাচ্ছে । তারা বলেন, আমরা উভয় পক্ষই গ্রাম আদালতের বিচারের রায়ে খুশি হয়েছি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।