রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাশ’র হস্তক্ষেপে ৩ দিন পর খেঁয়া পারাপার স্বাভাবিক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর হস্তক্ষেপে ৩ দিন পর খেঁয়া পারাপার স্বাভাবিক হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোঁড় নদীর কালিগঞ্জ খেঁয়াঘাটের নৌকা ৩ দিন বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই খেঁয়ায় অন্তত নদীর দুপারের ১৫ টি গ্রামের ২ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। কালিগঞ্জ খেয়াঘাটের ফুলজোঁড় নদী পার হয়ে সিরাজগঞ্জ শহর,জামতৈল,কামারখন্দ এবং উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের লোকজন চলাফেরা করে এই খেয়া ঘাটে। অনেকটা ব্যস্ততম নৌকা ঘাট।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর হস্তক্ষেপে খেয়াপার আবারও শুরু হয়েছে। এতে জনসাধারণের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটেছে। কালিগঞ্জ খেয়াঘাটের ইজারাদার মোঃ রাজু আহমেদ জানান চর-কালিগঞ্জের লোকজন খেয়াঘাট ভাংচুর এবং খেঁয়া চলাচলে বাঁধা দিয়েছে ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ৩ দিন যাবৎ আমরা নিরাপত্তাহীনতার কারণে খেয়াপার বন্ধ রাখছিলাম, পুলিশের সহযোগিতায় আবারও খেঁয়া চালু করেছি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান খেয়াপার বন্ধ থাকার বিষয়টি জানা ছিলো না পরবর্তী জানতে পেরে খেয়াপার আবারও শুরু করা হয়েছে। খেঁয়া পারাপারে কেউ বাঁধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গতঃ বুধবার (২০ অক্টোবর) সকালে চরকালিগঞ্জের মোঃ শাহাজ এর নেতৃত্বে আরিফুল ইসলাম লিটন, আমজাদ হোসেন, আলহাজ, আলতাফ, এরশাদসহ ১০/১৫ জন যুবক লাঠিসোঠা নিয়ে খেয়াঘাটে হামলা চালায়।

 

তারা খেয়াঘাট, ঘাটের মূল অফিস ঘর, খেয়া নৌকা ও পাশের হাঁসের খামার ভাংচুর করে। এ সময় বস্তায় ভরে খামার থেকে ৬ শতাধিক হাঁস নিয়ে যায় তারা। সবমিলিয়ে রাজুর ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ টাকা। এই মর্মে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে খেয়া ঘাটের ইজারাদার মোঃ রাজু আহমেদ।

 

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।