শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নুরুর গণচাঁদার হিসাব প্রকাশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

মাত্র নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নুর-রাশেদরা। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করেছিলেন। সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

রোববার (২৫ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে হিসাবই প্রকাশ করেন তিনি। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে।

সময় সংবাদের পাঠকদের জন্য ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের প্রকাশ করা গণচাঁদার সে হিসাবটি হুবহু তুলে ধরা হলো।

গণঅনুদান সংক্রান্ত কালেকশনের হিসাব।

বিকাশ
01747747755- মো: সোহরাব
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ৬৮ হাজার,
এই একাউন্টে থেকে মোট ব্যায় ১৫ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ১ লাখ ৫৩ হাজার টাকা।

01628592706-মিনা আল-আমিন
এই একাউন্টে মোট কালেকশন ৩ লাখ ৫ হাজার,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৭৬ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ২ লাখ ২৯ হাজার টাকা।

01724703011- আরিফুল ইসলাম
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ৪১৪৪০ টাকা,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৬৪৪০ টাকা
এই একাউন্টে ব্যালেন্স ১ লাখ ৩৫ হাজার টাকা।

01772400567 আবু হানিফ
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ১৩ হাজার,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৩২ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ৮১ হাজার টাকা।

01758821025 শাকিল উজ্জামান
এই একাউন্টে মোট কালেকশন ৬৬৫০০ টাকা
এই একাউন্ট থেকে মোট ব্যায় ২০০০০ টাকা
এই একাউন্টে ব্যালেন্স ৪৬৫০০ টাকা।

রকেট:
01819603614-3 মঞ্জুর মোর্শেদ

নগদ:
01819603614 মঞ্জুর মোর্শেদ
মঞ্জুর মোর্শেদের একাউন্টে মোট কালেকশন ১ লাখ ২৩ হাজার, কোন ব্যায় নেই।

01761-880998-5 তুহিন ফারাবী
এই একাউন্টে মোট কালেকশন ৬৫০০, কোন ব্যায় নেই।

ব্যাংক এ্যাকাউন্ট:
Nahidul Islam
Ac.No; 173151161197
Dutch Bangla Bank,
Bhairab Bazar Branch .
এই একাউন্টে মোট কালেকশন ৫৪ হাজার, কোন ব্যায় নেই।

মোট অনুদান: ৯৭৭৪৪০ টাকা
মোট ব্যায়: ১৪৯৪৪০ টাকা
মোট ব্যালেন্স: ৮২৮০০০ টাকা

 

সূত্র:সময় টিভি

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।