আকাশের মতো জীবনটা
কখনো যে জমে মেঘ,
কখনো রোদ্দুর আবার
প্রবল ঝড়ের বেগ!
কত ইচ্ছে অনিচ্ছার
ছড়াছড়ি আজ,
দেহ বিবর্ণ রইলেও
মনেতে রঙিন সাজ!
ইচ্ছেগুলো পেখম মেলে
খুশিতে উড়তে চাই,
বাস্তবতা চোখ রাঙিয়ে
আপোষ করা শেখায়।
CBALO/আপন ইসলাম
আকাশের মতো জীবনটা
কখনো যে জমে মেঘ,
কখনো রোদ্দুর আবার
প্রবল ঝড়ের বেগ!
কত ইচ্ছে অনিচ্ছার
ছড়াছড়ি আজ,
দেহ বিবর্ণ রইলেও
মনেতে রঙিন সাজ!
ইচ্ছেগুলো পেখম মেলে
খুশিতে উড়তে চাই,
বাস্তবতা চোখ রাঙিয়ে
আপোষ করা শেখায়।
CBALO/আপন ইসলাম