আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
সামাজিক সংগঠন “রক্তের ফেরীওয়ালা নড়াইল” আয়োজিত ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার ২৫ শে অক্টোবর ২০২০ নড়াইল সদর স্বর্নপট্টি কালিবাড়ি মন্দিরে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেন। সামাজিক সংগঠন “রক্তের ফেরীওয়ালা নড়াইল” রক্তের ফেরীওয়ালা, নড়াইল এর স্বেচ্ছাসেবকেরা এইদিন সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত, ক্যাম্পেইনে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট করে এবং রক্তা দান করলে মানুষের শরীরে কী কী উপকার হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এবং যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে তাদের রক্তদান করার জন্য উৎসাহ প্রদান করা হয়।
এটি ছিলো রক্তের ফেরীওয়ালা,নড়াইল সংগঠনের ৫ম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন মানুষের ব্লাডগ্রুপ নির্ণয় সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন “রক্তের ফেরিওয়ালা, নড়াইল ” সংগঠনের ক্রিয়েটর ইফরাত আরা মুক্তি। সংগঠনের সিনিয়র এডমিন সোহাগ শেখ রুদ্র, মানিক সরকার, এবং আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলো সংগঠনের মডারেটর আকাশ, ফারজিন, সুলতান, রাকিব সহ অন্যান্য স্বেচ্ছাসেবকেরা। ক্যাম্পেইনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলো কালিবাড়ি দূর্গাপূজা উদযাপন কমিটি পর্ষদ নড়াইল।
CBALO/আপন ইসলাম