মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেনের জমির ওপর থাকা একটি ছাপড়া ঘর ভাঙচুর ও বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষের মতিয়ার রহমান, রেজোয়ান হোসেন ফারাজী, সোহাগ সরদার, মুরাদ সরদার, এজাজ সরদার, কাওছার গাজীসহ ২০-৩০ জন মিলে শামীম হোসেনের কেনা ১৭ শতক জমিতে লাঠিসোটা ও দা নিয়ে জমির একটি ঘর ভাঙচুর করে জমিতে থাকা বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে। এবিষয়ে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
CBALO/আপন ইসলাম