মো:দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁয়ের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরসভার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপ কমিটির সদস্যদের সাথে শারদীয় শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় জেলা প্রশাসকা স্বাস্থ্য বিধি মেনে সকল পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পূজার শেষদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজা উদযাপন করার নির্দেশ দেন তিনি।
এছাড়াও পূজা মন্ডপ পরিদর্শনে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।
CBALO/আপন ইসলাম