ঢাকা প্রতিনিধি:
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের হল রুমে এটি অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত কর্মচারীদের পদনাম পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবি জানানো হয়।
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সারা দেশ থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা আসতে থাকে। ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের মূল দাবিতে তারা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে, ২০০১ সাল থেকে বিভিন্ন সময়ে প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়; সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য সকল বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসক সুপারিশ পত্র প্রেরণ করেছেন। দাবি বাস্তবায়নের সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সাথে বার বার সাক্ষাত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্মারকলিপি, আবেদন নিবেদন করলেও বাকসস কর্তৃক উথাপিত দাবি যৌক্তিক মর্মে উর্ধতন কর্তৃপক্ষ একমত পোষণ করা সত্বেও দীর্ঘদিনে দাবি বাস্তবায়িত হয়নি।
পক্ষান্তরে একই প্রশাসনের অধীন তহশীলদার ও সহকারী তহশীলদারদের পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। তাছাড়া ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক, সমাজ সেবা, পুলিশ বিভাগ, পরিসংখ্যান, অডিট, কৃষি, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ প্রায় ২০/২১টি বিভাগ/দপ্তর/অধিদপ্তরের ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন করে। প্রজ্ঞাপন জারী হওয়ায় মাঠ প্রশাসনে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির দাবি বাস্তবায়নের জন্য নিচের নির্দেশনা প্রদানের পরও বাস্তবায়ন হয়নি। ১। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ১৯/৬/২০১১ তারিখে পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিয়েছেন। কিন্ত তা বাস্তবায়ন হয়নি। ২। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি গত ০৩/০৭/২০১৩ তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশ করা হয়।
কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ৩। গত ০৩/৭/২০১৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের মুক্ত আলোচনাকালে গৃহীত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা ০২/৯/২০১৩ তারিখের ৩৬৬ নম্বর স্মারকে জারী হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাস্তবায়ন হয়নি। ৪। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পাক্ষিক গােপনীয় প্রতিবেদনে মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণির । কর্মচারীদের পদবি পরিবর্তনের দাবি যথাযথভাবে বিবেচনাক্রমে নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে ১৭/৬/২০১৪ তারিখের ১৭৫ নম্বর স্মারকে পত্র প্রেরণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। ৫। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক (প্রশাসন) এর সভাপতিত্বে এ্যাডমিনিস্ট্রিটিভ সার্ভিসের বিগত ০৪/১১/২০১৪ তারিখের সভার ০৬ নম্বর অনুচ্ছেদে সহকারীদের পদ মর্যাদা উন্নয়নের সুপারিশ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। ৬। মন্ত্রিপরিষদ সচিব মহােদয়ের সভাপতিত্বে গত ২৩/৮/২০১৮ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০১৮ এর ৭ম সভার ২২ নম্বর অনুচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ২৫/৪/২০১৮ তারিখের ২২১ নম্বর স্মারকে নির্দেশনা প্রদান করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত হয়নি।
৭। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়িত না হওয়ার কারণ জানানাের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ২৩/০২/২০২০ তারিখের ০৪.০০.০০০০.৫১৩.১৭.১৮৮.০২.২০২০.১৩৩ নম্বর স্মারকে পত্র প্রেরিত হয়। কিন্তু এরপরও মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়িত হয়নি। এর পরিপ্রেক্ষিতে মাস ব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়। ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর। ৮ ও ৯ নভেম্বর জেলা প্রশাসক মহােদয় স্ব স্ব অফিস প্রধান, সকল আইন প্রয়োগকারী সংস্থাকে কর্মসূচির বিষয় অবহিতকরণ। স্থানীয় পত্রিকায় কর্মসূচির কপি প্রেরণ। নিজ নিজ জেলা কমিটির সভা করে কর্মসূচির বিষয়ে অবহিতকরণ। ১৫ থেকে ১৯ নভেম্বর সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫:০০টা পর্যন্ত পূর্ণ দিবস। বাকাসস এর কর্মবিরতি এবং ব্যানার পোস্টারসহ অফিস চত্বরে অবস্থান। ২২ থেকে ২৬ নভেম্বর সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫:০০টা পর্যন্ত পূর্ণ দিবস।
কর্মবিরতি এবং ব্যানার পোস্টারসহ অফিস চত্বরে অবস্থান। ২৯ থেকে ৩০ নভেম্বর সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫:০০টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং ব্যানার পোস্টারসহ অফিস চত্বরে অবস্থান। ৫ ডিসেম্বর দাবি বাস্তবায়িত না হলে ঢাকা প্রেস ক্লাবের সামনে সকাল ১০:৩০ ঘটিকায় স্ব স্ব জেলার ব্যানারসহ মানববন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা।
CBALO/আপন ইসলাম