ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে শুক্রবার(২৩ অক্টোবর) বিকালে উপজেলার মুন্সিরহাট বাজারে পুজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি সকলকে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। সেই সাথে তিনি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় তিনি উপস্থিত ভক্ত ও পূজারীদের উদ্দেশ্য বক্তব্য দানকালে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী,সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাঘবেড় ইউপি চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন,উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপির নেতা আবুল কাশেম ডলার, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, ওয়াজেদ মাস্টার, মাসুদ চৌধুরী প্রমুখ|
CBALO/আপন ইসলাম