ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে চন্ডিপাশা ইউনিয়নে ফুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল মজিদের পুত্র রফিকুল ইসলামের ২ টি গরু(১টি গাভী/১টি বাছুর) গত মধ্য রাতে চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১,২০,০০০( এক লক্ষ বিশ হাজার)টাকা। রফিকুল ইসলামের সাথে কথা জানা যায, গত রাত ১ঃ৩০ মিনিটের বাড়ির পাশে পুকুরে খাবার দিতে গিয়ে দেখতে পেল, আঠারোবাড়ী চৌরাস্তা রোডের পাশে তাদের পুকুর পারে একটি গাড়ী। গাড়ির দিকে যাওয়ার সময় দ্রুত আঠারো বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে পেল গোয়াল ঘরের দরজা খোলা আর নেই তার ঘরে গরু।
CBALO/আপন ইসলাম