মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে নাটোরে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের সহযোগিতায় ও বিডিএসসির আয়োজনে বুধবার বেলা ১১টায় নাটোর সদরের কাপুড়াপট্টী পাটি প্যালেসে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ওই মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডিএসসি সংস্থার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান মজনু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর সহকারি পরিচালক মো. জালালুম বাঈদ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমš^য়কারী মো. বজলুর রশিদ, ডিভিশনাল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম, নারীনেত্রী আফরোজা বেগম, জাহানারা বিউটি, বিডিএসসির সমš^য়কারী ফয়সাল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম