মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও হরিপুরে ২২ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে শেষ মূহূর্তে চলছে সাজসজ্জার কাজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
জহুরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার উপজেলার ২২ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ করতে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। এর সঙ্গে চলছে সাজসজ্জা ও পুজামন্ডপে আশেপাশে মোড়গুলোতে আকর্ষণীয় গেইট নির্মাণের কাজ।
প্রতিবারের মতো এবারও উপজেলার সবচেয়ে বড় পূজার আয়োজন করেছে উপজেলা ধীরগঞ্জ বাজার পূজামন্ডপ ৷
হরিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, নগেন কুমার পাল বলেন, এবার ২২ টি পুজা মণ্ডপে ও ২ টি পরে পুজা উদযাপন হবে৷‘সব সম্প্রদায়ের সহযোগিতায় আমরা যুগ যুগ ধরে হরিপুরে পূজার আয়োজন করে আসছি। এবারও আশা করি সবার সহযোগিতায় সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করতে পারবো।’ ‘পুজোর নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন। প্রশাসনের পাশাপাশি পূজামণ্ডপে আয়োজক কমিটি স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছে। সকলের সমন্বয়ে আমরা পূজার সব আয়োজন শেষ করতে পারবো বলে আশা করছি।’সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন হবে৷রাত্রী ১০ টা পর্যন্ত পূজা চলবে৷সল্পপরিসরে নিয়ম মেনে পূজা উদযাপন করা হবে৷
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ৮ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব৷
হরিপুর থানা অফিসার ইনর্চাজ মোঃ অওরঙ্গদেব বলেন,এবার পূজা মণ্ডপে পুলিশ ডিউটিতে থাকবেনা৷তবে সার্বক্ষণি পুলিশ টহলে থাকবে।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।