মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শার্শায় মাদ্রাসার সভাপতির স্ত্রী ফেল করায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ অক্টোবর, ২০২০
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার মহিষাপীর আব্দুস ছোবহান আলীম মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম এর স্ত্রী নিয়োগ পরীক্ষায় ফেল করার কারনে তিনি পিস্তল ঠেকিয়ে পরীক্ষার চূড়ান্ত শিটে সই নেয়ার মিথ্যা অভিযোগটি করেছিলেন।
অভিযোগকারী মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম বলেন, আমার স্ত্রী ফেল করার কারনে আমি মানসিক ভাবে দুশ্চিন্তা ছিলাম যার কারনে আমি শুধু মাত্র মাদ্রাসার পিন্সিপাল এর বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে সই নেয়ার মিথ্যা অভিযোগটি এনেছিলাম। এদিকে মাদ্রাসার সভাপতি’র মিথ্যা অভিযোগকে পুঁজি করে কিছু স্বার্থন্বেষী মহল স্থানীয় চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু’র বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালানো হয়।
মাদ্রসার পিন্সিপাল সাইফুর রহমান আজমী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আমি মাদ্রাসার ম্যানেজিং কমিটি’র সভাপতি বুকে পিস্তল ঠেকিয়ে পরীক্ষার চূড়ান্ত শিটে সই নিয়েছি এটা মিথ্যা এবং বানোয়াট কথা তার স্ত্রী পরীক্ষায় ফেল করার কারনে তিনি ক্ষোপে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেছেন। পরীক্ষা হয়েছে যশোরে কোন চায়ের দোকান অথবা বাগানে হয়নি। এই নিয়োগে কোন অর্থের লেনদেন হয়নি এবং কেউ কোন অভিযোগ করেনি।
মাদ্রাসার হিসাব রক্ষক পদে নিয়োগ পাওয়া হযরত আলী বলেন, এই প্রতিষ্ঠানে যে নিয়োগ হয়েছে এখানে কোন অর্থ বানিজ্য হয়নি। আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ পেয়েছি। আমাদের চেয়ারম্যান এর বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এটা সম্পুর্ন মিথ্যা এবং ভিত্তিহীন।
মাদ্রার নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ বলেন, গত ১০ তারিখে আমি যশোর মাদ্রাসা বোর্ডে স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করি এবং নিয়োগ প্রাপ্তি হই।আমি কোন ব্যক্তির সাথে অর্থ লেনদেন করেনি।নিজের যোগ্যতায় আমি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ন হই।
এবিষয়ে কায়বা ইউনিয়ন চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে যে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে সেটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। অভিযোগকারী সভাপতি নিজেই নিয়োগদান করেছেন। নিয়োগের ব্যাপারে আমার কোন হাত নেই। এটা সভাপতিসহ ম্যানেজিং কমিটি’র কাজ।কিন্তু সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে পরাজিত শক্তি ও কিছু কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করে আমার জনপ্রিয়তাকে ধস নামানোর চেষ্টা করছে ।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।