চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ হামিদ মাস্টার নিজস্ব অর্থায়নে প্রতিটি পূজামন্ডপে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন। এছাড়া ১০টি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার সকালে চাটমোহর পৌরসভার হরিসভা মন্দির প্রাঙ্গণে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, গুনাইগাছা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সকল পূজা মন্ডপে খাদ্যসামগ্রী, শাড়ি-লুঙ্গি বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস রুমি, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সাংগঠনিক সম্পাদক কিংকর সাহা, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, গুনাইগাছা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি পিনাক ভট্টাচার্য্য প্রমুখ।
CBALO/আপন ইসলাম