সিরাজগঞ্জ প্রতিনিধি :
মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে সিরাজগঞ্জে ৬ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর সদস্যরা। আটককৃতরা হলো, আকিবুল ইসলাম (২২), তানজিরুল (৪২) মোস্তফা (৪৫), মোছা: রহিমা বেগম (৩৫) জিয়াউর সরকার (৩৫) ও মোঃ সুজন সেখ (৩০)। বুধবার (২১ অক্টোবর) দুপুরে (ডিবি ওসি) মোঃ মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শহরের পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল ১টি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। অপরদিকে, রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামে বুধবার (২১ অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
CBALO/আপন ইসলাম