বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
প্রতি বছরের ন্যায় এবার ও খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৩ নং ওয়ার্ডের অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করেছেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু দত্ত। গতকাল সকাল ১০টায় নিজের নির্বাচনী এলাকায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরন করেন তিনি। উপহার সামগ্রীর মাঝে ছিলো ৩০০ পিস শাড়ি,২০০ পিস লুঙ্গি ,১০০ পিস টি শার্ট এবং ৪০০ পিস গেঞ্জি। এসময় বিষ্ণু দত্ত বলেন,শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সুসংহত করার লক্ষ্যে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছর দূর্গা পূজায় ব্যক্তিগত ভাবে অসহায় সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকি। ধর্মীয় অনুষ্ঠানাদি মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
CBALO/আপন ইসলাম