রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ার মাজপাড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৮ অক্টোবর ২০২০ইং তারিখে ১১০৭নং স্মারণের প্রজ্ঞাপনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ম›ন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধূরী স্বাক্ষরীত একপত্র মারফতে বিষয়টি নিশ্চিত করেছে।

পত্রমতে,পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচী সুবিধা ভোগীদের তালিকা প্রণয়ের অনিয়ম ও তালিকা ক্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগের প্রেক্ষিতে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া সরকারি নিয়মনীতির ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও তালিকার ক্রুটি সনাক্তকারি প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় পাবনা জেলা প্রশাসক এর সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১১০৭ নং স্মারকের প্রজ্ঞাপনে জন স্বার্থে তাকে বরখাস্ত করা হয়েছে।

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।