আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৮ অক্টোবর ২০২০ইং তারিখে ১১০৭নং স্মারণের প্রজ্ঞাপনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ম›ন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধূরী স্বাক্ষরীত একপত্র মারফতে বিষয়টি নিশ্চিত করেছে।
পত্রমতে,পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচী সুবিধা ভোগীদের তালিকা প্রণয়ের অনিয়ম ও তালিকা ক্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগের প্রেক্ষিতে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া সরকারি নিয়মনীতির ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও তালিকার ক্রুটি সনাক্তকারি প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় পাবনা জেলা প্রশাসক এর সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১১০৭ নং স্মারকের প্রজ্ঞাপনে জন স্বার্থে তাকে বরখাস্ত করা হয়েছে।
CBALO/আপন ইসলাম