রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় সীমান্তবর্তী জয়রামপট্টি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ব্যবসায়ি সমীর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহান মিয়া সঙ্গিয় ফোর্স নিয়ে রোববার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের সীমান্তবর্তী জয়রামপট্টি গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে সমীর মিয়া (৩৪)কে ২৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এঘটনায় এসআই শাহজাহান বাদী হয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-৭(১৯.১০.২০)।
অপরদিকে সোমবার সকালে দায়ের করা মারামারি মামলার আসামী বেলুহার গ্রামের সালাম ভূইয়ার ছেলে রইচ ভূইয়া (২২)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম।গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।