শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজনে উপজেলার শরৎনগর বাজারের পৌর আওয়ামীলীগ কার্য্যালয়ে দিনটি পালিত হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলের দিক নির্দেশনায় অনুষ্ঠানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠতম আদরের পুত্র শেখ রাসেল সর্ম্পকে বক্তব্য দেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল । তিনি বলেন, ১৯৬৪ সালের ধানমুন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধুর কনিষ্ঠতম পুত্র রাসেল জন্ম গ্রহণ করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘতকের বুলেট থেকে রক্ষা পান নি সেই শিশু রাসেলও। তাই আমরা জোর দাবী জানাই যারা সেদিন শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকলকে সপরিবারে হত্যা করেছিল তাদের এথনও যারা জীবিত আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যাকর করা হোক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম।

 

আলোচানা শেষে দোয়া পরিচালনা করে বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওঃ আশরাফ আলী। এরপর কেক কেটে উপিস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ রহজান আলী খাঁন, যুবনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আলিফ। অনুষ্ঠানটি সঞ্চালয় করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।