ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে এনএসআই ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক কৌশিক বড়াল আটক হয়েছে। ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান জানান, মুক্তিযোদ্ধা কর্তৃক ঝালকাঠির শেখের হাটের জনৈক ব্যক্তির নাম রাজাকারের তালিকায় আসে। সেই তালিকা থেকে তার নাম এনএসআই ডিজিএফআই মাধ্যমে বাদ দেয়ার কথা বলে কৌশিক বড়াল চাঁদা দাবি করে। ১৮ আগষ্ট রবিবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুপুর আড়াইটার দিকে চাঁদার টাকা লেনদেন করার সময় এনএসআই এর হাতে ঝালকাঠি মিডিয়া ফোরামের সাবেক আইসিটি সম্পাদক কথিত সাংবাদিক কৌশিক বড়াল আটক হয়। এ ব্যাপারে ঝালকাঠি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে কৌশিক বড়াল ঝালকাঠি থানা হেফাজতে রয়েছে।
CBALO/আপন ইসলাম