আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
প্রগতিশীল ছাত্রদের ধর্ষণ বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর শাখা। রবিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট সদস্য অর্প হাসান, বিজন সিকদার, প্রতিভা রায়, লামিয়া সাইমন প্রমুখ। এসময় বক্তারা প্রগতিশীল ছাত্রজোটের ধর্ষণ বিরোধী লংমার্চে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
CBALO/আপন ইসলাম