হৃদয় হোসাইন, বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলায় ১৭ অক্টোবর শনিবার সকালে বেড়া পৌর সভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। বেড়া মডেল থানার উদ্যোগে ৮নং ওয়ার্ডের আলহেরা নগরের তার্ত বোডে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন সার্কেল জিল্লুর রহমান । সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবুল কাশেম আজাদের তিনি ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাকিমুল কবির। সভাপতিত্ব করেন নয়ন কুমার সরকার অফিসার্স ইনচার্জ(তদন্ত) সঞ্চালনা করেন এস আই রতন কুমার সরকার।
আরো উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, পাবনা জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম বস, বেড়া পৌর যুবলীগ সভাপতি আল মাহমুদ হোসেন চৌদ্দ, উপজেলা যুবলীগ নেতা ময়ছার উদ্দিন খাঁন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম শিপন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রেদওয়ান হাসান রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।আওয়ামী লীগ নেতা রমজান আলী নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করতে পরিবার ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। তিনি আরো বলেন মিন্নির মতো নারীর ষড়যন্ত্রের শিকার হয়ে আর যেনো কোনো রিফাত শরীফের জীবন দিতে না হয় এদিকে সবাইকে সজাক থাকার আহবান জানান। মাদক মুক্ত বেড়া গড়তে থানা পুলিশকে সব সময় সাহায্য সহযোগিতা করবেন বলে সবাইকে সাথে নিয়ে প্রতিশ্রুতি দেন।
CBALO/আপন ইসলাম