এস এম সোহাগ রানা তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী মূক্তিযোদ্ধালীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) তালা উপজেলা নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা উপজেলার বাংলাদেশ আওয়ামী মূক্তিযোদ্ধালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনোহর হোসেন এর উপস্থিতিতে ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশের আওয়ামী মুক্তিযোদ্ধালীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসময় বাংলাদেশ আওয়ামী মূক্তিযোদ্ধালীগের ধানদিয়া ইউনিয়নের আহ্বায়ক হয়েছে মোঃ রমজান আলী শেখ, যুগ্ন আহ্বায়ক হয়েছে তছিমুদ্দিন শেখ ও মোঃ খায়রুল জামান সরদার।
এবং বাংলাদেশ আওয়ামী মূক্তিযোদ্ধালীগের নগরঘাটা ইউনিয়নের আহ্বায়ক হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দস সাত্তার গাজী, যুগ্ন আহ্বায়ক হয়েছে বীর মুক্তিযোদ্ধা স. ম আব্দুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা ইনছার হিলাল।