মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে ধর্ষণের বিরুদ্ধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সমাবেশ ডেকেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন বিরোধী সচেতনমূলক সভা।

১৭ অক্টোবর (শনিবার) সকালে ভূঞাপুর থানার বিট পুলিশিং এর উদ্যোগে উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্যাতন বিরোধী সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর পৌরসভা প্রাঙ্গণে ১নং বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানার সেকেন্ড অফিসার টিটু চৌধুরী, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৯নং খন্দকার জাহিদ হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা বেগম, রেখা চৌধুরী, সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন।

থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, আমরা দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে সৎ ও নিষ্ঠার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানীর মত যেকোন জঘন্য অপরাধের ব্যাপারে আমাদেরকে মোবাইলে ৯৯৯ হটলাইনে ও সরাসরি আমাকে জানাতে পারবে। এমনকি লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দায়ের করার সাথে সাথে আমরা তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতার করবো।

পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করায় আমি পৌরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে এই বেপরোয়া ধর্ষণের মত ঘৃণিত কাজ প্রতিরোধ ও দমনে সরকারের এমন শাস্তির বিধান সত্যি প্রশংসনীয়। আমার পৌর এলাকার নাগরিকের নিরাপত্তায় নিশ্চিত করতে ও ধর্ষণ, যৌন হয়রানীমূলক যেকোন অপরাধের সর্বোচ্চ শাস্তি পেতে সাহায্য করবো।

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।