রবিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামগড়ে অস্ত্র সহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার রামগড়-মানিকছড়ি সীমান্ত এলাকার সিন্দুপাড়ায় অভিযান চালিয়ে কংজ মারমা নামে ইউপিডিএফের এক টোল কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, চাঁদা আদায়ের স্টক রেজিস্টার ও নগদ টাকা উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক কংজ মারমা প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের টোল কালেক্টরক। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, রামগড়-মানিকছড়ি সীমান্তে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত শনিবার (১৭ অক্টোবর) ভোরে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: ওয়ালি উল্লাহর নেতৃত্বে অভিযানে চালায় নিরাপত্তা বাহিনী।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও কার্তুজসহ আটক ইউপিডিএফের টোল কালেক্টরের বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। পরে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক কংজ মারমাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্বে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

 

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।