সোহাগ গাজী চিরিরবন্দর:
দিনাজপুরের চিরিরবন্দরে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ন্যায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশের আয়োজনে (১৭ অক্টোবর) শনিবার সকাল ১০ টায় নশরতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ধর্ষণ রিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লায়লা বানু, নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু,ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জি.এ পারভেজ,সিনিয়র সাংবাদিক মো. ফজলুর রহমান, নশরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান শাহ্ প্রমূখ।
এছাড়া সমাবেশে সকল ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
CBALO/আপন ইসলাম