রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় গাঁজাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।থানা নবাগত অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে বিনোদ বৈদ্যর ছেলে ভ্রাম্যমান মাদক বিক্রেতা বিনয় বৈদ্য (২২)কে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ভ্রাম্যমান বিক্রেতা বিনোদের স্বীকারোক্তি অনুযায়ি ওসি (তদন্ত) মাজহারুল ইসলামের নেতৃত্বে পরে ওই গ্রামে অভিযান চালিয়ে বিনোদের কাছে পাইকারী গাঁজা বিক্রেতা দুলাল মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৪)কে গ্রেফতার করা হয়।

বিনোদ ও আল আমিন থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে জানায়, মাদকের বড় ব্যবসায়ি একই গ্রামের চিত্ত রঞ্জন মুন্সির ছেলে শ্যামল চন্দ্র মুন্সি (৩৫)। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে শ্যামল মুন্সিকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৬ (১৫.১০.২০)।

ওসি মো. গোলাম সরোয়ার এ প্রতিনিধিকে জানান, কোন মাদক বিক্রেতা গ্রেফতার হলে তার কাছে কে-কে মাদক বিক্রি করছে, গ্রেফতারকৃতর স্বীকারোক্তি অনুযায়ি ওই পাইকারী বিক্রেতাকেও গ্রেফতার করা হবে। শুধু খুচরা বিক্রেতারাই গ্রেফতার হবে না, খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রেতাদেরও গ্রেফতার করা হবে। কোন অবস্থায় মাদক ব্যবসায়িদের কোন ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।