ঠাকুরগাঁও প্রতিনিধি :
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ফরিদপুর যুগিপোখরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে যুগিপোখর সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল । এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল -মামুন।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, নরেন্দ্রনাথ সরকার সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ২ ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকল ১১টায় বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ফরিদপুর নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন (ইন্না—-রাজেউন)।
বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, রাজাগাঁঁও ইউপি চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবু ,সাধারণ সম্পাদক দুলাল রব্বানী ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।তারা
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন।
CBALO/আপন ইসলাম