মোঃ নাজমুল হুদা,বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের থানচি থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকালে থানচি থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব, মোস্তাফা কামাল উদ্দিন, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজির আহমেদ বিপিএম (বার), অতিরিক্ত সচিব ( পুলিশ) জননিরাপত্তা বিভাগ, ড. হারুন অর রশিদ বিশ্বাস, চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), এডিশনাল ডিআইজি মোঃ মুসলিম, এডিশনাল ডিআইজি মোঃ ইকবাল হোসেন।
আরও বান্দরবানের জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) সহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ফোর্সবৃন্দ। উদ্বোধন কালে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে এটি একটি মাইলফলক এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
CBALO/আপন ইসলাম