মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
উল্লাপাড়ার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম আজ ৪৫ বছরে পা দিয়েছেন । পৌর মেয়র এস এম নজরুল ইসলামকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তার বাসায় মানুষের ঢল এবং স্যোস্যাল মিড়িয়ায় এক আলোড়ন সৃষ্টি হয়েছে। সকাল থেকে এস এম নজরুল ইসলামের বাসভবনে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। দিনভর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বর্ষীয়ান এই আওয়ামীলীগ নেতা পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। পারিবারিকভাবে জন্মদিনের কোন আনুষ্ঠানিকতা না থাকলেও বাসায় যাওয়া অতিথিদের জন্য মেজবানের আয়োজন করা হয়। সকাল থেকে জেলা, নগরীর বিভিন্ন ওয়ার্ড ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এস এম নজরুল ইসলামের বাসায় ভিড় জমাতে থাকেন।
অনুসারীদের পাশাপাশি ভক্ত-সমর্থক সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবি, ওয়ার্ড কাউন্সিলর, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও এস এম নজরুল ইসলামের সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতাকর্মীরা ফুল আর কেক নিয়ে শুভেচ্ছা বিনিয়ম করা এবং মোবাইল ফোনে সেলফি তোলেন। এ সময় এস এম নজরুল ইসলাম বলেন, আমি শ্রমিক, ছাত্র, যুবক, ব্যবসায়ী সবাইকে নিয়ে রাজনীতি করি। এখনও পর্যন্ত আমি সবাইকে নিয়েই এই উল্লাপাড়ায় রাজনীতি করে যাচ্ছি। নগরবাসীর বিরুদ্ধে কেউ কোন খারাপ মন্তব্য করলে আমার খারাপ লাগে। তখন আমি চিৎকার শুরু করি। আমি উল্লাপাড়া বাসীর জন্য বলেই যাব। ১৯৭৫ সালের ১৫ অক্টোবর উল্লাপাড়া মুসলিম পরিবারে জন্ম নেন এস এম নজরুল ইসলাম। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এস এম নজরুল ইসলাম টানা ৫ বছর উল্লাপাড়া পৌর মেয়র পদে দায়িত্ব পালন করে আসছে।
CBALO/আপন ইসলাম