মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মদ, জুয়া, ধর্ষণ, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নবযোগদানকারী ওসি মো. সারোয়ার জাহান কঠোর হুশিয়ারী দিয়েছেন। তিনি বলেন, পাকুন্দিয়া থানায় সেবা নিতে কোনও টাউট-বাটপারের কাছে যাবেন না। সাধারণ ডায়েরি (জিডি), পাসপোর্ট, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা লাগবে না। যদি কোনও পুলিশ সদস্য টাকা দাবী করে তাহলে, আমাকে অবগত করবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত গোলাম। তবে কেউ যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, পুলিশের আচরণ বদলে জনবান্ধব পুলিশ হিসেবে সাধারণ মানুষের দোরগোরায় সেবা পৌঁছে দিতে চাই। সেই সাথে রাত দশটার মধ্যে সকল দোকানপাট বন্ধেরও নির্দেশ দেন। গত বুধবার (১৪ অক্টোবর, ২০২০ইং) রাত ৯ টায় পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার পরিচালনা কমিটি আয়োজিত সভায় মতবিনিময় কালে এসব কথা বলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান।
সভায় ধর্ষণ, মাদক, কিশোর গ্যাং-এর দৌরাত্ব বন্ধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার এস.আই. কাউসার আল মাসুদ, মঠখোলা টানবাজার পরিচালনা কমিটির সভাপতি রিপন মেম্বার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম স্বপন, নামাবাজার পরিচালনা কমিটির সভাপতি হোসাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা এনামুল হাসান রাজীব, স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ হজ্ব কাফেলার পরিচালক মাও. আব্দুল কালাম আজাদসহ অনেকেই।
CBALO/আপন ইসলাম