কামরুজ্জামান কানু, জামালপুর:
মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ মূক্তিযোদ্ধধার স্বপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ দল টি গতিশীল নেতৃত্বও আরো শক্তিশালী করার লক্ষে, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শাখার গোয়ালের চর ইউনিয়নে আগামী ২১-অক্টোবর ত্রি-বার্ষিক সন্মেলন কে সামনে রেখে অদ্য ১৪-অক্টোবর দুপুর ১টায় গোয়ালের চর হাই স্কুলে এক বর্ধিত সভার আযোজন করে। উক্ত বর্ধিত সভায় আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইসলামপুর উপজলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহাদৎত হোসেন স্বাধীন,খলিলুর রহমান যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক ইসলামপুর, আব্দুল খালেক আকন্দ চেয়ারম্যান উপজেলা পরিসদ ইসলাপুর, হারুনুর রশিদ চেয়ারম্যান গোয়ালের চর ইউপি,৮ জন গোয়ালের চর ইউনিয়ন আগামী ২১ অক্টোবর ঔ ইউনিয়নে ত্রি-বার্ষিক সন্মেলনের সভাপতি বৃন্দ ও সধারণ সম্পাদক বৃন্দ সহ গোয়ালের চর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীব,ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি সন্চালনায় ছিলেন আব্দুর রহিম।
CBALO/আপন ইসলাম