বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৪অক্টোবর)বেলা সাড়ে ১২টা দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ হালিমা খানম, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভাঙ্গুড়া উপজেলার সভাপতি ভবেশ চন্দ্র দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, উপজেলা আনছার ভিডিপি অফিসার খাইরুন নাহার, ভাঙ্গুড়া থানার এসআই মোদাচ্ছের হোসেন খানসহ, সাংবাদিক আব্দুর রহিম।
বক্তারা সবাই করোনাকালে শারদীয় দুর্গা পুজা উদযাপনে সরকারের নিয়মনীতি ও স্বাস্থ্য বিধান অনুসরণ করে পুজা উদযাপন করার প্রতি গুরুত্বারোপ করেন।পাশাপাশি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ১৯টি পুজা মন্ডপে প্রতি বছরের ন্যায় এবছরও পুলিশ সদস্য ও আনছার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৯ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার হিন্দু নেত্রীবৃন্দ।
CBALO/আপন ইসলাম