মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মাদক, চোরাচালান, বাল্য বিবাহ,নারী নির্যাতন, জুয়া খেলা, , সড়কে মোটর বাইক,সিএনজি, অটো বাইক, নসিমন, করিমন, অটো রিক্সা. ব্যাটারী চালিত ভ্যানগাড়ী বেপরোয়াভাবে চালানো, সীমান্তরক্ষী বিজিবি বাহিনীকে সীমান্ত রক্ষায় আরো কঠোর ভুমিকা পালন, সামাজিক অবক্ষয় রোধ বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

সভায় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি অনেকটা ভাল। তিনি উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি আরো ভাল করার বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, গিরাগাঁও ও বালাপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ প্রমুখ।

 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি মির্জাপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ( কাজী)’র অবৈধ পন্থায় অর্থ উপার্জনের কৌশল হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করার কথা উল্লেখ করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন, আটোয়ারীর মানুষ সহজ সরল। হাতে গোনা কয়েকজন খারাপ লোকের কারণে উপজেলায় অপরাধ সংঘটিত হচ্ছে। সবাই সহযোগিতা করলে এ উপজেলায় সকল প্রকার অপরাধ দমন করা সহজ হবে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।