ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রামচন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য মো: তারেকুল ইসলাম হারুন উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অতর্কিত হামলার স্বীকার হন তিনি। ভুক্তভোগী ইউপি সদস্য হারুন জানান, পুর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় হামলা করা হয়। হামলায় অংশ গ্রহন করে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের আ; খালেক লস্করের পুত্র মো: শাহীন আলম লস্কর, আনোয়র মুন্সীর ছেরে রিয়াজ মুন্সী, আফসের ঘরামীর ছেলে জসিম ঘরামী, ময়েন উদ্দিন ঘরামরি ছেলে জহিরুর ঘরামীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলিয়া লোহার রড ও দেশীয় অ¯্রসশ্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর হমলা চালায়।এতে আমি রক্তাক্ত জখমসহ গুরুতরভাবে আহত হই। স্থানীয় লোকজন আমাকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার হাসপাতালে ভর্তির পরামর্শ প্রদান করেন।
অভিযুক্ত শাহীন আলম লস্কর মুঠোফোনে সাংবাকিদের জানান, ইউপি সদস্য তারেকুল ইসলাম হারুনের বাড়ীতে রিকসা চালক হাকিম আলী এক খানা সরকারী ঘর পেলে তা তুলতে বাধা দেন তিনি। হাকিম আলী শালিসীর জন্য আমাদের ডাকলে আমরা সব ঘটনা শুনে চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি। এতে ইউপি সদস্য হারুন ক্ষিপ্ত হয়ে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে তার সাথে হাতাহাতি হয়।
এ বিষয়ে ১ নং গাবারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী জানান, “ঘটনা স্থলে আমি ছিলাম না। তবে শুনেছি গালাগালি করায় মারামারি হইছে।”
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ইউপি সদস্য হারুন এ প্রতিবেদককে জানান।ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্ত মো: ফারুক মৃধা মুঠো ফোনে জানান, এ বিষয়ে আমরা কোন খোজ খবর এখন পর্যন্ত পাই নাই।
CBALO/আপন ইসলাম