চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শারমীন (২২) নামে এক গৃহবধুকে স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বিনানই গ্রামের শুকুর দেওয়ানের ছেলে নজরুল দেওয়ান (৩৫), মর্জিনা খাতুন (স্বাবেক স্ত্রী) সাথে পরকিয়ায় বাধা দেওয়ায় বর্তমান স্ত্রীর সাথে দ্বন্দের সৃষ্টি হয়। পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করে ১২ আগষ্ট সোমবার সকালে পাষন্ড স্বামী নজরুল দেওয়ান তার নিজ ঘরে আটকিয়ে রেখে নির্যাতন করে।
নির্যাতিত নারী শারমীন বলেন, আমাকে বিয়ে করার পূর্বে আমার স্বামী আরো ২ টি বিয়ে করে এবং তাদেরকে নির্যাতন করেই তালাক দেন। গত আট মাস যাবত আমাদের বিয়ে হয়, আমি জানতে পারি তার স্বাবেক স্ত্রীর সাথে এখনো তার পরকিয়া চলছে, পরকিয়ায় বাধা দেওয়ায় আমাকে মাঝে মধ্যেই মারপিট করে। তারই অংশ হিসাবে আজ সকালে আমাকে ঘরের ভিতরে আটকিয়ে নানান ভাবে নির্যাতন করে। আমি চিৎকার করলেও আমাকে কেউ বাঁচাতে আসেনি। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হওয়ায় চিকিৎসার জন্য বাবার বাড়ী যেতে চাইলে আমাকে যেতে দেয়নি। এই ঘটনার তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই।
নির্যাতন কারি নজরুল দেওয়ান বলেন, আমাকে সন্দেহ করার কারনে আমি আমার স্ত্রীকে মারধর করি।এ বিষয়ে থানা অফিসার ইনচার্য মোল্লা মাসুদ পারভেজ জানান, এ বিষয়ে আমি অবগত নই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
CBALO/আপন ইসলাম