শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় উপ-নির্বাচনে ৯শ ২৫ ভোট পেয়ে মেম্বর হলেন সবুজ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ অক্টোবর, ২০২০

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৬নং দূর্গানগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) পদে উপ-নির্বাচনে প্রার্থী আব্দুল কাদের সবুজ ৯ শ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় পাঁচ প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম মন্ডল কোন ভোট পাননি। শনিবার ওয়ার্ডটিতে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন হয়।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দূর্গানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোট ৩ হাজার ২শ ৬৮ ভোটার সংখ্যা। গত শনিবার ১০ ( অক্টোবর ) রাউতান দাখিল মাদরাসা ও চরভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮শ ৯৪টি ভোট পড়েছে। অপর তিন প্রার্থীদের মধ্যে আব্দুস সালাম ৬শ ২৭ ভোট, রাশেদুল করিম বাবু ২শ ৯৩ ভোট ও এনামুল হক ৩ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা জানান, বিগত ২০১৯ সালে ১ নভেম্বর ওয়ার্ডটির নির্বাচিত ইউপি সদস্য আব্দুল করিমের মৃত্যুতে ওয়ার্ডটির সদস্য শুন্য হয়।

 

CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।