শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় হত্যা মাদক সহ একাধিক মামলার আসামী রিয়াদ গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মোঃ মামুন হোসেন পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার পৌর নারায়নপুর থেকে হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামী মোঃ রিয়াদ হোসেন (৩৫) কে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে। রিয়াদ পৌর রাধানগর নারায়ানপুর মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, শহরের পৈলানপুর অরিন হত্যা মামলা যার নং-৭৪, তাং-২৫-০১-২০১৯ইং এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সে আসামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আরো জানা যায়, রিয়াদের বিরুদ্ধে ২০১২ সালে একটি হত্যা মামলা যার নং-২৪, ঈশ্বরদী থানার ফেন্সিডিল মামলা নং-২২ তাং-৩০-০৮-২০০৬ইং, পাবনা সদর থানার ফেন্সিডিল মামলা নং-০৯ তাং-০৮-০৩-২০০৫ইং, র‌্যাবের এসআই মিজানকে মেরে আহত করার মামলা নং-২৮ তাং-০৫-০৯-২০১৬ইং, পাবনা সদর থানার এসআই মাহফুজকে পিটিয়ে গুরত্বর আহত করার মামলা নং ৩১ তাং-১৩-০১-২০১৬ইং।

 

পুলিশের একটি সুত্র জানায়, রিয়াদ একজন চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৩টি হত্যা, ২টি মাদক ও র‌্যাব-পুলিশকে আহত করাসহ একাধিক মামলা রয়েছে। বিগত দিনে পাবনা সদর উপজেলার মাদক ব্যবসায়ীদের ১৫০জনের তালিকায় তার নাম ছিল ১৬ নম্বরে। পুলিশ আরো জানায়, রিয়াদ বিগত দিনে বিএনপি করলেও আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর নিজেকে রক্ষার জন্য আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ওসি আরো জানান, গ্রেফতারের পর রিয়াদকে আদালতে প্রেরন করা হয়েছে। পরে আদালত রিয়াদকে জেল হাজতে প্রেরন করেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।