শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ ; সুইডেন-ইংল্যান্ডের জয়, শেষ দিকে গোল খেয়ে বেলজিয়ামের ড্র

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

খেলা ডেস্ক:বৃহস্পতিবারের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও সুইডেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বেলজিয়াম। শেষ মুহূর্তে গোল খেয়ে আইভোরি কোস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। অন্যদিকে, ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর রাশিয়াকে ২-১ গোল হারিয়েছে সুইডেন।

খেলতে নেমে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুর থেকে ওয়েলসকে পাত্তা দেয়নি ইংল্যান্ড। ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় ইংলিশরা। জ্যাক গ্রেয়ালিশের ক্রস থেকে হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ডোমেনিক কালভার্ট লেউইন। বিরতির পর ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে কিরান ট্রিপিয়ারের দারুণ ক্রসে ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের হাফ-ভলিতে শটে বল জালে পাঠান কোনোর কোডি। ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তৃতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৬৩ মিনিটে কর্নার থেকে আসা বল হেড দিয়ে টাইরন মিঙ্গস গোলমুখে বাড়িয়ে দেন। ফাঁকায় দাঁড়িয়ে থাকা ড্যানি ইঙ্গস দারুণ বাই-সাইকেল শটে গোল করে দলকে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।

আরেক প্রীতি ম্যাচে রাশয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। রাশিয়ার ভিইভি অ্যারিনাতে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় সুইডেন। প্রথম সাফল্য পেতে সময় লাগেনি তাদের। ২১ মিনিটে সেবাস্তিয়ান লারসনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন আলেক্সজান্ডার ইসাক। ম্যাচের ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাত্তিয়াস জোহান্সন। ক্রিসতোফার ওলসনের পাস থেকে পেনাল্টি বক্সের বাইর থেকে বাম পায়ের শটে গোল করেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান কমায় স্বাগতিক রাশিয়া। ইনজুরি সময়ে গোল করেন আলেক্সান্ডার সোবোলেভ।

এদিকে, বৃহস্পতিবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে ফিফার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের জয় রুখে দিয়েছে আইভোরি কোস্ট। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৩ মিনিটে মিখি বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৮৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে বেলজিয়ামকে জয় বঞ্চিত করেন ফ্রাঁ কেসিয়ে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।