শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনার ৭ মাস : জুনেই ছিল পিক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার সাত মাস পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ পর্যন্ত শনাক্ত হয়েছে তিন লাখ ৭৪ হাজার ৫৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জন এবং মারা গেছে পাঁচ হাজার ৪৬০ জন। এর মধ্যে দেশে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু ঘটেছে গত জুন মাসে।

এ ক্ষেত্রে দেখা যায় গত এক মাসে অর্থাৎ গত ৮ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩৪১ জন। তবে এই এক মাসে সুস্থ হয়েছে ৬০ হাজার ৫০৭ জন এবং মারা গেছে ৯০৮ জন। আগের মাসগুলোর পরিসংখ্যান অনুযায়ী, প্রথম মাসে শনাক্ত ছিল ২১৮ জন এবং মারা যায় ২০ জন। দ্বিতীয় মাসে শনাক্ত হয় ১২ হাজার ৯১৬ জন এবং মারা যায় ১৮৬ জন। তৃতীয় মাসে শনাক্ত হয় ৫৫ হাজার ৩৭৪ জন এবং মারা যায় ৭২৪ জন। চতুর্থ মাসে শনাক্ত হয় এক লাখ ১৩৭ জন এবং মারা যায় এক হাজার ২২১ জন। পঞ্চম মাসে শনাক্ত হয় ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা যায় এক হাজার ১৮২ জন। অন্যদিকে সুস্থ হওয়ার হিসাব অনুসারে প্রথম মাসে ১৬৫ জন, দ্বিতীয় মাসে এক হাজার ৯৬৬ জন, তৃতীয় মাসে ১২ হাজার ৪৫৯ জন, চতুর্থ মাসে ৬৩ হাজার ৫৪২ জন এবং পঞ্চম মাসে ৬৭ হাজার ৪৮২ জন সুস্থ হয়েছে। ষষ্ঠ মাসে শনাক্ত ছিল ৭৪ হাজার ৮৫৭ জন। ওই এক মাসে সুস্থ হয়েছিল ৭৮ হাজার ৯৮৯ জন আর মারা গেছে এক হাজার ১৮৩ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২০ জনের মৃত্যু ঘটেছে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৬৮৫ জন।

ওই সূত্র অনুসারে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৪৩ শতাংশ, মোট শনাক্তের হার ১৮.৩৭ শতাংশ। সুস্থতার হার ৭৬.৯৭ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৬ শতাংশ। অন্যদিকে ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং সাতজন নারী। তাঁদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন ও ষাটোর্ধ্ব ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের চারজন, রাজশাহী ও রংপুরের দুজন করে এবং ময়মনসিংহের একজন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।