সাদ্দাম হোসেন সাভার:
সাভারের বিরুলিয়া এলাকায় চায়না ব্যাটারি নামে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে ফায়ার সার্ভিস জোন-৫ এর উপ সহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে বিরুলিয়ার আকরাইনের খাগান এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে। পরে খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাটারির এসিড থেকে অাগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি।