হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে মধ্যযুগিয় বর্ববরাত নির্যাতন ও ধর্ষণসহ দেশের বিভিন্ন জেলায় নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী এবং ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবীতে জেলার দেবীগঞ্জে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা নারী ফোরামের আয়োজনে বিজয় চত্বর এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী ও মানুষ ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হয়। দেবীগঞ্জ উপজেলা নারী ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রৌশন আরা চিশতী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু,ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দীপ, মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের সভাপতি এবিএম আশরাফুল আলম লিটন।
বীর মুক্তিযোদ্ধা এ,কে ভূঁইয়া, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লুৎফা বেগম প্রধান, কলেজ শিক্ষার্থী অরনি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ধর্ষকদের আইনের আওতায় প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ধর্ষক, অন্যায়কারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে ঝাড়ু নিয়ে নারীরা মিছিল করে ও ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করে।
#CBALO/আপন ইসলাম