সাদ্দাম হোসেন সাভার:
সাভারে বিসিক শিল্প নগরীতে পরিবেশ দূষিত করে লেদার পণ্য উৎপাদনের অভিযোগে আটটি ট্যানারি কারখানাকে নগদ ২১ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার (৭ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব রুবিনা ফেরদৌসী এ কারখানাগুলোকে জরিমানা করেন। এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, হেমায়েতপুরের হরিণধরা এলাকায় আটটি ট্যানারি কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ধলেশ্বরী নদীর পানি দূষিত করে ট্যানারি কারখানায় লেদার উৎপাদন করে আসছিল। এতে করে ঐ এলাকার নানা বয়সী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে নগদ ২১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই সাথে ঐ আটটি কারখানা মালিককে দ্রুত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার পাশাপাশি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়। জরিমানা করা ট্যানারি কারখানাগুলো হলো – মেসার্স কহিনুর ট্যানারী, ইউনিকর্ণ লেদার (মেসার্স ইন্টারন্যাশনাল ট্যানারী), মেসার্স গুলশান ট্যানারী, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, ভেলেঙ্গ এ্যাজেন্সিস লিমিটেড, মেসার্স কিড লেদার, মেসার্স সুপিরিয়র লেদার এবং মেসার্স টিপারা ট্যানারী। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাহেদা বেগমও উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম