মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস এর আটোয়ারী উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস,আটোয়ারী উপজেলার আয়োজনে বুধবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
জেলা স্কাউটস এর সহ সভাপতি ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ এর সঞ্চালনায় আটোয়ারীতে স্কাউটসকে আরো গতিশীল করার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, বাংলাদেশ স্কাউটস দেবীগঞ্জের সহকারী পরিচালক মোঃ বাচ্চু মিয়া, বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা সম্পাদক মফিজুল ইসলাম। কমিশনার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম সভায় স্বাগত বক্তব্য দেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আটোয়ারী উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মোজাম্মেল হক।
আটোয়ারী উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে কাউন্সিল সভার প্রথম অধিবেশন সমাপ্ত করেন। দ্বিতীয় অধিবেশনে জেলা স্কাউটস নেতৃবৃন্দের সহযোগিতায় কন্ঠ ভোটে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ কে কমিশনার এবং প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক কে সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউটস এর নতুন কমিটি গঠন করা হয়।
#CBALO/আপন ইসলাম