মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
“ধর্ষিতার কান্না,ধর্ষকের উল্লাস! আমি বোবা, আমি অন্ধ, আর না আর না এই স্লোগানে মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় ও অভয়নগর বাসির আয়োজনে‘আলোক প্রজ্জ্বলন’ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) রত ৮ টায় অভয়নগরের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে নুরবাগ স্বাধীনতা চত্বরে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
#CBALO/আপন ইসলাম