মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোর অভয়নগরে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে আটক করেছে গাজীপুর ফাঁড়ির এএসআই মোঃমিরাজুল ইসলাম। গ্রেফতারের বিষয়ে, এএসআই মোঃমিরাজুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন,অভয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে,গাজীপুর ফাঁড়ির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অভয়নগর থানার মাদক মামালা নং ৪/১৭(জি আর)ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃআহম্মদ আলী,পিতাঃমোঃকুব্বাত আলী,সাং মাইলপোষ্ট,থানাঃঅভয়নগর, জেলাঃযশোর,আসামিকে আটক করি এবং জেলহাজতে প্রেরণ করা হয়।।তিনি আরো বলেন,অভয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি)স্যার মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
#CBALO/আপন ইসলাম