কে,এম আল আমিন :
উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি তানভীর ইমামের বাসভবনে সোমবার (৫ অক্টোবর) সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসান সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে এমপি তানভীর ইমাম বলেন,অনেক চড়াই উৎরাই পেরিয়ে সলঙ্গা থানা ছাত্রলীগ আজ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। আগামীতে ছাত্রলীগকে আরও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তোমাদের মেধা আর বিচক্ষণতা দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা মাননীয় এমপি মহোদয়কে সলঙ্গা থানা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
#CBALO/আপন ইসলাম