সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বান্দরবানে আল্লামা শাহ্ আহমদ শফী’র কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান আ-ইম্মা উলামা পরিষদ এর আয়োজনে আল্লামা শাহ্ আহমদ শফী রহ: এর কর্মময় জীবন র্শীষক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বান্দরবান বাজার শাহী মসজিদের ২য় তলায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল চলে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আল্লামা শাহ্ আহমদ শফী রহ: এর কর্মময় জীবন র্শীষক আলোচনা ও দিক নির্দেশনামূলক হেদায়তী বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম আল্ জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ্। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, দৈনিক সচিত্র মৈত্রী’র সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য প্রফেসর ওসমান গণি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান বাজার শাহী জামে মসজিদের সেক্রেটারী মো: আব্দুল মাবুদ।

 

বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ আলোচক হিসেবে ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দীন ইমামী,বান্দরবান সদর থানা জামে মসজিদের খতিব ক্বারী নুুরুল আমিন, কালাঘাটা ছৈয়দ ফজলুল করীম(র:) মাদ্রাসা কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ,আর্মি পাড়া জামে মসজিদের খতিব মুফতি মো: আবুল হাসান, পশ্চিম বালাঘাটা জামে মসজিদের খতিব মা: মোবাশ্শির বিনআল আজহার, মাওলানা আবুল কাশেম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, ইসলামী জগতের প্রথিতযশা উজ্জল নক্ষত্র, বিশ্ববরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন দারুল উলূম মুইনুল ইসলাম হাটাজারী মাদ্রসার সাবেক মহাপরিচালক শাইখুল ইসলাম ও শাইখুল হাদীস আল্লামা শাহ আমদ শফী রহ: কর্মময় জীবন সর্ম্পকে আলোচনা এতে অল্প সমেয়ে শেষ করা যাবেনা। তিনি হাজার হাজার আলেমদের (ওস্তাদ) শিক্ষক ছিলেন, তিনি ১০৩ বৎসর বয়সে এসে হাটাজারী মাদ্রাসায় কোরআন্ ও হাদীস বিষয়ে গুরুত্বর্পূণ দরস দিতেন ছাত্রদের।

 

তিনি সবসময় অন্যায় বাতেল গোমরাহীর বিরুদ্ধে যোদ্ধ ঘোষনা করতেন, হুজুরের চলে যাওটা আমাদের সমাজ ব্যবস্থা ও দেশের জন্য অবর্ণনীয় ক্ষতি হয়েগেছে। এই ক্ষতি কখনো পুরুন হওয়ার নয়, আমরা সকলে হুজুরের জীবনী থেকে অতি উত্তম আমল গুলো অনুস্বরণ করে আমাদের নিজেদের জীবনের চলার পথ শুদ্ধ করবো এই প্রত্যাশা করি।আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল(সাঃ)এর তরীকা মতে আমাদের জীবন গড়ি, বড় বড় বুজুরগ আলেমদের শিক্ষনীয় পথে চলি তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।