মোঃ জাহেরুল ইসলামআটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃক্সখলা রক্ষা সহ সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে বেশ কিছুদিন হতে বিট পুলিশিং কার্যক্রম চলছে। তিনি পঞ্চগড় পুলিশ সুপারের পরামর্শ মতে উপজেলার ছয় ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করেছেন। তিনি বলেন, পুলিশের সেবা প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে আমাদের এ কার্যক্রম। তিনি প্রতিনিয়ত বিভিন্ন হাট বাজার সহ জনসমাগম স্থানে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করে থাকেন। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাধানগর বোর্ড অফিস বাজারে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে এলাকার আইন-শৃক্সখলা , মাদক, জুয়া, বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় রোধের্ জনসচেতনতামুলক বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, এসআই প্রহল্লাদ, এএসআই আব্দুল মালেক, এএসআই ফরহাদ প্রমুখ। এসময় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, পথচারী সহ বোর্ড অফিস বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম