রবিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার বড় বাঁশবাড়ি গ্রামের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ডাবরি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াকুব আলি(২৫), একই উপজেলার মানিকখাড়ি গ্রামের মৃত ডাকু মোহাম্মদের ছেলে বাসেদ ( ২২) ও রুহিয়া গ্রামের মৃত কবিরউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায়  গোপন সুত্রে সংবাদ পেয়ে পুলিশ উক্ত স্থানে আগে থেকেই ওৎ পেতে থাকে। এরপর ঐ পথ দিয়ে ফেন্সিডিল পরিবহন কালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঐ মাদক ব্যবসায়ীরা হরিপুর থেকে রাণীশংকৈল আসছিল।
বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে  ৬ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।